সহজভাবে ইলেকট্রন আসক্তি বলতে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বা আসক্তি।পরমাণুতে ইলেকট্রন থাকাবস্থায় আরও ইলেকট্রন শেষ কক্ষপথে প্রবেশ করানোর সময় স্বভাবতই একই চার্জ(-) বলে পরস্পরকে বিকর্ষণ করবে।কিন্তু ইলেক্ট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি ঐ বিকর্ষণ শক্তির তুলনায় বেশি বলে ঐ বিকর্ষণ শক্তিটুকু নির্গত করে ইলেকট্রন শেষ কক্ষপথে প্রবেশ করতে পারে।যেহেতু শক্তি নির্গত হচ্ছে সেহেতু ইলেকট্রন আসক্তির মান ঋণাত্নক।(কোনো কিছু থেকে কিছু বাদ দিলে সেটা বিয়োগ(-) হয়ে যায়।)