অনার্স লেভেল থেকে গবেষণাঃ
অনার্সের বিজ্ঞানের বিষয়সমূহের বইগুলোতে অনেক বিস্তৃত আলোচনা করা থাকে। আপনি চাইলে সেই বইগুলো অনলাইনে বা লাইব্রেরী থেকে কালেক্ট করে পড়তে পারেন, এছাড়া ধরি আপনি যদি রসায়নের ছাত্র হন তবে আপনি সে বিষয়ে অনার্সে পড়াকালীন বিভিন্ন ক্লাস এবং ল্যাব ক্লাসের সহায়তা পাবেন এবং আপনার গবেষণা অনেক ভালোভাবে এগোবে, কিন্তু যদি আপনি সে বিষয়ের ছাত্র না হন তবে ল্যাব ক্লাস মিস করবেন যার ফলে প্র্যাক্টিকেল করা থেকে একটু বঞ্ছিত হবেন। এজন্যে আপনাকে নিজের প্রাইভেট জায়গায় উপযুক্ত বিষয়ের সরঞ্জামাদি সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগোতে পারেন। এছাড়া আপনি যদি মহাকাশ গবেষণায় আগ্রহী হন তবে বিভিন্ন প্রকার জার্ণাল বা নাসার সাইট থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারেন এবং নিজের বাসার ছাদে বা উঁচু জায়গায় উচ্চ মাত্রার টেলিস্কোপ লাগিয়ে সেটার মাধ্যমে বিভিন্ন গ্রহাণু বা নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারেন।