লিখেছেন Jihadul Amin
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে খাবার পৃথিবী থেকে প্রস্তুত করে পাঠানো হয়।
পানি স্বাভাবিকভাবে পৃথিবী থেকে সরবরাহ করা যায় খাবারে মতোই, তবে স্পেসে কোনোকিছু পাঠানোর জন্য খরচ অনেক বেশি পড়ে । পানি ভারী হওয়ায় এটি পাঠানোর অনেক ব্যয়বহুল। তাই পৃথিবী থেকে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহ করার পর ISS ব্যবহৃত হয়ে যাওয়া পানি রিসাইকেল করে আবার ব্যবহার করে। এস্ট্রোনটদের শরীরের ঘাম, শ্বাসপ্রশ্বাসের সাথে বের হওয়া পানি এমনকি ইউরিনও রিসাইকেল করে সেই পানি পুনরায় ব্যবহারযোগ্য করা হয়।
আর অক্সিজেনও পৃথিবী থেকে নিয়ে যাওয়া হয় আবার ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ায় পানি ভেঙে সেখানেই অক্সিজেন উৎপাদন করে।