আমাদের দেশের পরিবেশ, আবহাওয়া বিবেচনা করে একটা সমীক্ষা দার করা হয়েছে।সর্বনিম্ন ২১ বছরের বয়সে একজন ছেলে সংসার বা পরিবারের দায়িত্ব নিলে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হলে তা নিজের বৃদ্ধি দ্বার সমাধান করতে সক্ষম এই পরিমাণ ম্যাচুরিটি তৈরি হয়।২১ বছরের পর কোন ছেলে পরিবারে উপর থেকে নির্ভশীলতা একটু হলেও কমিয়ে দিয়ে নিজে কোন কিছু করে উপার্জন করার মতো কোনো সুযোগ তৈরি করে চায়।তাই সরকার কর্তৃক নিধারিত আইন প্রনয়ণ করা হয়েছে।