মূলত একটি এভারেজ বজ্রপাত হতে প্রায় ৫ বিলিয়ন জুল শক্তি উৎপাদন হয় যা. ৮৫ ব্যারেল তেলের সমমূল্য। কিন্তু এ শক্তি গ্রহণ করতে প্রচুর সমস্যা আছে-
১. কোন প্রচলিত বিদ্যুৎ পরিবাহক/টার্মিনেটর এ শক্তি নিরবচ্ছিন্নভাবে কোন প্রকার ক্ষতি ছাড়া বহন করতে অক্ষম।
২. যখন বজ্রপাত হয় তখন বেশিরভাগ শক্তি তাপশক্তি রূপে আসে, বৈদ্যুতিক শক্তি রূপে নয়। এ তাপশক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব নয় আর এ তাপশক্তি যন্ত্রপাতিকে নষ্ট করে ফেলতে পারে।
৩. যদিও এটা উৎপাদন করা সম্ভব হলে এটা জমিয়ে রাখা ভবিষ্যতের জন্য আর তা নবায়নযোগ্য উৎস হিসেবে ব্যবহার করা ব্যবহারিক ভাবে অসম্ভব।
তবে তাত্ত্বিকভাবে এটা সম্ভব এবং ধারণা করা হয় ভবিষ্যতে এ থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
এটা পড়ে দেখো - www.forbes.com/sites/statoil/2015/01/28/can-we-harvest-lightning-for-the-power-grid/?sh=5fc82de51e6c