সমুদ্রপৃষ্ঠের ওপর চাঁদের মাধ্যাকর্ষণ বলের প্রভাবের কারণেই মূলত চাঁদ পৃথিবী থেকে ক্রমাগত সরে যাচ্ছে৷ আমরা জানি, চাঁদের মাধ্যাকর্ষণ বলের কারণে জোয়ার-ভাটা হয়। সাগরে তৈরি হওয়া জোয়ার পৃথিবীর আক্ষিক গতির জন্য নিজ কক্ষে চাঁদের অবস্থান থেকে খানিকটা এগিয়ে যায়৷ এর ফলে ঘর্ষণ বল পৃথিবীর ঘূর্ণন থেকে কিছু শক্তি জোয়ারের সময়ে জলোচ্ছ্বাসে প্রেরণ করে। এমনকি এ ঘর্ষণ বল চাঁদেও প্রভাব ফেলে৷ ফলে, চাঁদের কক্ষপথ প্রতি বছর ৩.৭৮ সেমি করে দূরে সরে যাচ্ছে।