সহজ উত্তর- জি, ঘুরে! তবে মহাবিশ্ব সম্পর্কে প্রাচীন মতবাদ অনুযায়ী পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না। পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহ, গ্রহাণু ও ধুমকেতু- সবকিছু সূর্যকেই কেন্দ্র করে ঘুর্ণায়মান। এ সৌরজগতের মহাজাগতিক ঠিকানা আকাশগঙ্গায়। সহজ ভাষায় সৌরজগতের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে। শুধু সূর্যই না, আরও অনেক নক্ষত্রের সমাহারে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা তৈরি, যার আকৃতি অনেকটা শামুকের খোলের মতো। মিল্কিওয়ের অসংখ্য তারার একাংশ আপনিও দেখতে পারেন ফাঁকা মাঠে দাঁড়িয়ে, পরিষ্কার আকাশপানে৷ যাইহোক আকাশগঙ্গার একটি সর্পিল বাহুতে সৌরজগত (অর্থাৎ সূর্যসহ সবকিছু) অবস্থিত৷ (যদি ছবিতে দেখতে চান, তাহলে ক্লিক করুন:
https://images.app.goo.gl/UAh2dL9eJ3bLxpaF9) এখন এই মিল্কিওয়ের কেন্দ্রে যে প্রকাণ্ড কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) আছে, তাকে কেন্দ্র করে সূর্য তার নিজ কক্ষপথে ঘুরছে, ঠিক যেমন ভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে থাকে৷ এটাও খেয়াল রাখতে হবে, সূর্য কিন্তু একাই ছুটছে না, সোলার সিস্টেমের সকল গ্রহ, গ্রহাণু, ধূমকেতুকে সাথে নিয়ে ছুটছে প্রায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এরপরও মিল্কিওয়ে গ্যালাক্সিকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগবে ২৩ কোটি বছর। পৃথিবীর ন্যায় সুর্যও লাটিমের মতো নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরছে। এরকম একটি ঘূর্ণন সম্পন্ন হতে পৃথিবীর হিসেবে ২৫-৩৬ দিন লাগে।