তুষার প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ।
বরফ এবং তুষার দুটি কঠিন আকারের জল (H 2 O) কিন্তু তারা এক এবং একই নয়।
এক বায়ুমণ্ডলীয় চাপে ০°-১০০° সেলসিয়াস তাপমাত্রার মধ্যে H2O তরল অবস্থায় থাকে এই তরল H2O-কেই আমরা পানি বা জল বলি।০° সেলসিয়াস তাপমাত্রায় জল বা পানি জমে কঠিন বরফে পরিণত হয়।
তুষার হল বৃষ্টির কঠিন রূপ যা পৃথিবীর বায়ুমণ্ডলে স্ফটিকের আকারে বিরাজ করে। শীতকালে যেখানে তাপমাত্রা শূণ্য ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানে মেঘ থেকে তুষার পতিত হয়, এক বলে তুষারপাত।