মাধ্যাকর্ষন বল আগুনের শিখাকে টেনে নিচে নামায়। কিন্তু আমাদের বিবেচনা করতে হবে পৃথিবীতে শুধু মধ্যাকর্ষন বল কাজ করে ,বিষয়টি এমন নয়। ঘনত্ব ,তাপ,চাপ এসবও বিবেচনার বিষয়। যখন আগুন জালানো হয় তখন সবচেয়ে বেশি কাজ করে বাতাসের চাপ। আগুনের চারপাশের বাতাসের অনু ধীরে ধীরে আগুনের সস্পর্শে এসে উত্তপ্ত হতে শুরু করে, আর তুলনামূলভাবে কিছুটা উপরের অণুগুলো ঠান্ডা থাকে।আর আমরা জানি গরম বাতাস ঠান্ডা বাতাসের তুওলনায় হাল্কা হওয়ায় কিংবা ঘনত্ব কম হওয়ায় সেগুলো উপরের দিকে উঠে যায়,আর ঠান্ডা বাতাস নিচের দিকে নামতে থাকে। ফলে আগুনের সরু শিখা আমরা দেখতে পাই।অর্থাৎ এখানে মধ্যাকর্ষন বলের চেয়ে বাতাসের অণুর উর্ধ্বগতি এবং নিম্নগতি বেশি কাজ করে।