আমার হোমোলোগাস ক্রোমোজোম বলতে বুঝি, একই রকম আকার ও আকৃতিবিশিষ্ট এবং একই রকম জিনগত বিন্যাসযুক্ত দুটি ক্রোমােজোমের একটিকে অপরটির সমসংস্থ ক্রোমোজোম বা হােমােলােগাস ক্রোমােজোম বলে। ডিপ্লয়েড সেট ক্রোমােজোম এর প্রতি জোড়া ক্রোমোজোম হলাে সমসংস্থ ক্রোমোজোম | যার একটি মাতৃ কোষ থেকে এবং অপরটি পিতৃ কোষ থেকে প্রাপ্ত হয়।