৫,৬কিংবা ৭ সদস্যের সমতলিয় চক্রাকার যৌগ বলতে এরোমেটিক যৌগসমহের ৫,৬ ও ৭কার্বন বিশিষ্ট যৌগকে বোঝানো হয়েছে।কারণ,আ্যরোমেটিক যৌগ সমুহ সাধারণত ৫, ৬, ৭ কার্বন বিশিষ্ট্য হয়। এজন্য বলা হয়েছে ৫, ৬, ৭ সদস্যের । ৫ সদস্যের একটি যৌগকে চক্রাকারে সাজালে বা লিখলে এটার ৫টা তল পাওয়া যায় এবং তা সমতল। যেহেতু এরা ৫, ৬, ৭ সদস্যের এবং চক্রীয় যৌগ। এজন্য বলা হয় আরোমেটিক যৌগসমুহ ৫,৬,৭ সদস্যের সমতলিয় চক্রিয় যৌগ।