ধরুন আপনি শখের বসে কোন মাদক গ্রহণ করলেন এবং ভাবলেন কেউ দেখেনি তাই কেউ এই বিষয়টি কেউ জানবে না। আবার অনেকেই ভাবে নেশা কেটে গেলেই বুঝি দেহ থেকে মাদক বের হয়ে যাবে,কেউ আর ধরতে পারবে না। তাহলে আপনি ভুল ভাবছেন! ডোপ টেস্ট করলে খুব সহজেই ধরা পরবে আপনি কতদিন আগে কি ধরণের এবং কি পরিমাণ মাদক গ্রহণ করেছিলেন।
আপনার দেহ থেকে প্রসাব,রক্ত,চামড়া,লালা সংগ্রহ করে পরীক্ষা করে মাদকের উপস্থিতি সনাক্ত করা সম্ভব। এমনকি চুলে পরীক্ষা করেও মাদকের উপস্থিতি সনাক্ত করা যায়। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা কোন মাদক দেহে কতদিন থাকে?
মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে
মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?
মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে তা ধারাবাহিক আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি…..
শরীরে মাদকের প্রভাব কতদিন থাকে?
কোন মাদকদ্রব্য গ্রহণ করার পর তা দেহে কতদিন পর্যন্ত থাকে তা নির্ভর করে মাদকের প্রকৃতি ও গ্রহণ মাত্রার উপর।
অ্যালকোহল বা মদ গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?
মদ খাওয়ার পর পাকস্থলী ও অন্ত্র থেকে রক্তে মিশে যায়। রক্তের মাধ্যমে অ্যালকোহল দেহের সব কোষে প্রবেশ করে। ব্রেইন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যালকোহল প্রবেশ করলে রক্ত চাপ বেড়ে যায় ফলে মতিভ্রম বা হেলুসিনেশন সৃষ্টি হয়,একে আমরা মদের নেশা বলে থাকি।(মাদক দেহে কতদিন থাকে)
লালা,মূত্র, রক্ত,চুল পরীক্ষার মাধ্যমে মদ সনাক্ত করা যায়। ব্রেথেলাইজার ডিটেকটর নামক হ্যান্ড যন্ত্রের মাধ্যমে ট্রাফিক পুলিশ সন্দেহভাজন ব্যক্তির নিঃশ্বাস পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে অ্যালকোহলের উপস্থিতি সনাক্ত করতে পারেন। মদ পান করার পর কতদিন দেহে থাকে বা ডোপ টেস্টে ধরা পরে তা ছকে দেখুন….
মদ পান করার পর কতদিন দেহে থাকে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
অ্যালকোহল বা মদ | ৭২ ঘণ্টা | ৪৮ ঘণ্টা | ৪৮ ঘণ্টা | ৯০ দিন |
গাঁজা সেবনের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?
গাঁজা এক ধরণের গুল্ম জাতীয় গাছ। গাঁজার পুংকেশর ও পাতা একসাথে শুকিয়ে ধোঁয়া হিসেবে গ্রহণ করা হয়। গাঁজার ধোঁয়া ফুসফুসে প্রবেশ করার পর
এর নেশা সৃষ্টিকারী উপাদান Tetrahydrocannabinol(THC) cannabidiol,cannabinol,tetrahydrocannabivarin রক্তে মিশে যায়। (মাদক দেহে কতদিন থাকে)
রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করার পর নেশা সৃষ্টি করে। গাঁজা খাওয়ার কতদিন পর পরীক্ষা করলে ডোপ টেস্ট পজিটিভ আসে তা নিচের ছকে দেখুন।
গাঁজার প্রভাব দেহে কতদিন থাকে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
গাঁজা | ৭২ ঘণ্টা | ৩০ দিন | ৪ ঘণ্টা | ৯০ দিন |
ওপিওয়েড(Opioid)বা আফিম জাতীয় মাদক
পপি বা আফিম গাছের ফল থেকে প্রস্তুতকৃত সকল মাদক ওপিওয়েড মাদক নামে পরিচিত। আফিম গাছ থেকে সংগৃহীত মাদকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হলো মরফিন, কোডেইন,হেরোইন, ট্রামাডল। (মাদক দেহে কতদিন থাকে)
হেরোইন সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
হেরোইন | ১ ঘণ্টা | ৩ দিন | ৬ ঘণ্টা | ৯০ দিন |
হেরোইন প্রভাব দেহে কতদিন থাকে?
মরফিন গ্রহণ করার পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
মরফিন | ৩ দিন | ৩ দিন | ৩ দিন | ৯০ দিন |
মরফিন প্রভাব দেহে কতদিন থাকে?
কডেইন সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
কডেইন | ৪ দিন | ৩ দিন | ১ দিন | ৯০ দিন |
আফিম গ্রহণ করার পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
আফিম | ৩ দিন | ৩ দিন | ৩ দিন | ৯০ দিন |
আফিম প্রভাব দেহে কতদিন থাকে?
বেনজোডায়াজেপিন(Benzodiazepine)
এটি কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক ঔষধ। অনিদ্রা ও উদ্বিগ্নতা কমানোর জন্য ডাক্তার রোগীদের প্রেসক্রাইব করেন। বাংলাদেশে ডায়াজিপাম ঔষধ হিসেবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্রান্ড নামে বিক্রি করে। Benzodiazepines বেশি পরিমাণে গ্রহণ করলে মস্তিষ্কে হ্যালুসিনেশন তৈরি করে। (মাদক দেহে কতদিন থাকে)
ঘুমের ওষুধ সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
ঘুমের ওষুধ ডায়াজিপাম,Ativum,Librium,Valium,Xanax | ২ দিন | ৪ দিন | ১ দিন | ৯০ দিন |
ঘুমের ওষুধ প্রভাব দেহে কতদিন থাকে?
হেলুসিনেটিং মাদক
যেসব মাদক গ্রহন করার পর তীব্র হেলুসিনেশন তৈরি হয় তাকে হেলুসিনেটিং ড্রাগ বা মাদক বলে। এর মধ্যে উল্লেখযোগ্য ও পরিচিত মাদক হলো এলএসডি ও ডিএমটি। এছাড়াও PCP,ম্যাজিক মাশরুম,আয়াহুয়াসকা,ডেক্সোমেথরফেন, কিটামিন এই মাদকের তালিকাভুক্ত। (মাদক দেহে কতদিন থাকে)
এক্সটাসি বা আইস সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
এক্সটাসি বা আইস | ২ দিন | ৪ দিন | ২ দিন | ৯০ দিন |
আরো পড়ুন… এক্সটাসি বা আইস মাদক কী? ফান ট্যাবলেট ক্রিস্টাল মেথ সম্পর্কে বিস্তারিত#
ইয়াবা সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
ইয়াবা | ২ দিন | ৪ দিন | ২ দিন | ৯০ দিন |
ইয়াবার প্রভাব দেহে কতদিন থাকে?
ফেন্সিডিল সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
ফেন্সিডিল | ৪ দিন | ৩ দিন | ১ দিন | ৯০ দিন |
ফেন্সিডিলের প্রভাব দেহে কতদিন থাকে?
কোকেন সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
কোকেন | ২ দিন | ৩ দিন | ১ দিন | ৩মাস |
বারবিচুরেট সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
বারবিচুরেট | ৩ দিন | ৬ সপ্তাহ | ৩ দিন | ৩মাস থেকে ১বছর |
এলএসডি সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
এলএসডি | ১ দিন | ৪ দিন | ১ দিন | ৯০ দিন |
আরো পড়ুন… এলএসডি কি? ভয়ঙ্কর মারণ নেশা এলএসডি!
ডিএমটি মাদক সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
ডিএমটি | ১ দিন | ৪ দিন | ১ দিন | ৯০ দিন |
আরো পড়ুন… ডিএমটি কী? ডিএমটি মাদক সব নেশার বাপ!
সিগারেট খেলে নিকোটিন টেস্টে কতদিন পর্যন্ত ধরা পরে
মাদকের নাম | লালা পরীক্ষা | মূত্র পরীক্ষা | রক্ত পরীক্ষা | চুল পরীক্ষা |
সিগারেটের নিকোটিন | ৪ দিন | ৩ দিন | ৩ দিন | ৯০ দিন থেকে ১বছর |
সিগারেট খেলে নিকোটিনের প্রভাব দেহে কতদিন থাকে?
কতদিন আগে মদ সেবন করলে ডোপটেস্টে ধরা পরে না?
৭২ ঘণ্টা আগে মদ খেলে ডোপ টেস্টের সময় ধরা পরবে না। (মাদক দেহে কতদিন থাকে)
মাদক গ্রহণ করলে দেহে তা কতক্ষণ উপস্থিত থাকে?
মাদকের ধরনের উপর নির্ভর করে কন মাদক দেহে কতক্ষণ থাকবে। বেশিরভাগ মাদক দেহে সাধারনত ১২ থেকে ৭২ ঘণ্টা থাকে। ডোপ টেস্ট করলে খুব সহজেই ধরা পরবে আপনি কতদিন আগে কি ধরণের এবং কি পরিমাণ মাদক গ্রহণ করেছিলেন। (মাদক দেহে কতদিন থাকে)