কাকডুমুর (অনেক এলাকায় পাগলা ডুমুর হিসেবে পরিচিত) ডুমুর প্রজাতিরই ফল। এ প্রজাতির ফল ছোট এবং খাওয়ার অনুপযুক্ত। এই গাছ অযত্নে-অবহেলায় এখানে-সেখানে ব্যাপক সংখ্যায় গজিয়ে ওঠে। গাছও তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে। এ গাছের পাতা শিরিশ মতো খসখসে প্রকৃতির। এর ফল কাণ্ডের গায়ে থোকায় থোকায় জন্মে।পাখি এই প্রজাতির ডুমুরের ফল খায় এবং পাখির বিষ্ঠার মাধ্যমে বীজের বিস্তারণ ঘটে থাকে।