নিকোলা টেসলা ও এডিসনে মধ্যে কেমন সম্পর্ক ছিলো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
220 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (2,760 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,760 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

উদ্ভাবকদের মধ্যে যুদ্ধ! এই মহান দুই উদ্ভাবকদের মধ্যে কেন, কেমন যুদ্ধ হয়েছিল, এসবে যাওয়ার আগে তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

টিভির রিমোট ছাড়া যদি আপনার একটা দিনও পার করতে কষ্ট হয়, তাহলে নিকোলা টেসলাকে ধন্যবাদ দিন কারণ এ অসম্ভবটাকে সম্ভব তিনিই করেছেন। এমন আরও শত প্রযুক্তি আছে, যেমন- রিমোট কন্ট্রোল, নিয়ন এবং ফ্লুরোসেন্ট লাইট, ওয়্যারলেস ট্রান্সমিশন, কম্পিউটার, স্মার্টফোন, লেজার বিম, এক্স-রে, রোবোটিক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এসি কারেন্টঃ আমাদের বর্তমান বৈদ্যুতিক সিস্টেমের ভিত্তি ইত্যাদি উদ্ভাবনের পিছনে রয়েছে এ মহান মানুষটার প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান। 

অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের আরেকজন গুরুত্বপূর্ণ এক বিজ্ঞানী টমাস এডিসন। তার উদ্ভাবিত ডিরেক্ট কারেন্টের (ডিসি) কথা আমাদের সকলের জানা। শুধু বিদ্যুৎই নয়, বাতিও তারই উদ্ভাবন। এছাড়াও সাউন্ড রেকর্ডিং, ভিডিওগ্রাফির মত উদ্ভাবন সহ মোট ১০৯৩টি উদ্ভাবনের পেটেন্ট রয়েছে তার নামে। পাশাপাশি টমাস এডিসন ছিলেন ইতিহাসের সেরা একজন সফল উদ্যোক্তা।

এখন আসি তাদের মধ্যকার সেই ঐতিহাসিক যুদ্ধ নিয়ে, যা ‘কারেন্ট ওয়ার’ নামে খ্যাত। এডিসনের  কোম্পানিতে কাজ করতেন নিকোলা টেসলা। এডিসন বৈদ্যুতিক বাতির জনক। কিন্তু সেই বাতি অতটা কার্যকর ছিল না। এডিসন টেসলাকে বলেন, যদি একটা এমন বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারে যা উন্নত মানের ডিসি জেনারেটরে চালানো যায়, তাহলে তাকে ৫০ হাজার ডলার দিবে। টেসলা কঠোর পরিশ্রম করে ঠিকই একটা কার্যকর বৈদ্যুতিক বাতির মডেল তৈরি করতে সফল হন। পরে এডিসনকে টাকার কথা মনে করিয়ে দিলে এডিসন তখন হেসে বলেন, ‘আমেরিকানদের মশকরা তুমি বুঝনি। ৫০ হাজারের প্রতিশ্রুতিটা নিতান্ত ফান ছিল।’ এডিসন শুধু টেসলার সাপ্তাহিক বেতনটা ১০ ডলার বাড়িয়ে দেন। 

এতে টেসলা ভীষণ মর্মাহত হয়ে চাকরি ছেড়ে দেন।নতুন নতুন জিনিস তৈরি করতে থাকেন এবং  সেগুলোর পেটেন্ট করান। এরপর পরিচয় হয় এডিসনের প্রধান প্রতিদ্বন্দ্বী জর্জ ওয়েস্টিংহাউসের সঙ্গে। তিনি টেসলার সঙ্গে কথা বলেন এবং নিজের কোম্পানিতে চাকরির প্রস্তাব দেন। তখন এডিসনকে জব্দ করার ভালো সুযোগ পেয়ে গেলেন। দুজন মিলে গবেষণা করলেন এসি কারেন্ট নিয়ে। সফলভাবে এগিয়ে চলছিল এসি বিদ্যুতের জয়যাত্রা। সেটাই এডিসনের জন্য হুমকি হয়ে ওঠে। তখনই আসল যুদ্ধ শুরু হয়। এডিসন বুঝতে পারছিলেন তার ডিসি কারেন্টের ব্যবহার বেশি দিন চলবে না, মানবসমাজে একচ্ছত্র আধিপত্য নেবে টেসলার এসি কারেন্ট। এসি কারেন্টের ভয়াবহতা যদি দেখানো যায় লোকসমাজে, সংবাদমাধ্যম যদি ফলাও করে সে সংবাদ প্রচার করে, তবে হয়তো থামানো যাবে টেসলাকে। কারণ তখন কারেন্টের শক খাওয়া বিষয়ে মানুষ জানতো না। তাই এডিসন এসি কারেন্ট নিয়ে ভুল প্রচারণা শুরু করেন।

রাস্তায় রাস্তায় ক্যাম্প বানিয়ে প্রাণীর (কুকুর,হাতিসহ) দেহে এসি বিদ্যুতের শক দিয়ে জনসম্মুখে হত্যা করে মানুষের মনে ভয় সৃষ্টি করতে লাগলেন। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও শক দিয়ে হত্যা করার জন্য প্রশাসনকে বোঝান।এই ঘটনা গুলো ঘটিয়ে মানুষের মনে ত্রাস সৃষ্টি করে এডিসন নিকোলা টেসলার কোম্পানিকে চরমভাবে আর্থিক বিপর্যয়ে ফেলতে সফল হন। কিন্তু মানুষ পরবর্তীতে ঠিকই এসি কারেন্টের প্রয়োজনীয়তা বুঝতে পারে।

সব মিলিয়ে কারেন্ট ওয়ারে শেষ পর্যন্ত হেরে গিয়েছিলেন এডিসন। ঘরে ঘরে জায়গা করে নিয়েছিল এসি কারেন্ট। তবে ব্যাটারিতে এখনো সেই ডিসি কারেন্টই ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাটারিচালিত যত কিছু আমরা ব্যবহার করি তা এডিসনেরই উদ্ভাবিত ডিসি কারেন্টের।

এডিসন একটু স্বার্থপর টাইপ ছিলেন, তাই নিন্দাও কম পাননি । কিন্তু আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীর পেছনে তার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এখন দুজনের মধ্যে আপনার কাকে বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু!

লেখকঃ Tanjina Sultana Shahin 

#Science #bee #facts #tesla #edison #inventor

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
2 টি উত্তর 380 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 215 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 297 বার দেখা হয়েছে

10,812 টি প্রশ্ন

18,518 টি উত্তর

4,744 টি মন্তব্য

622,364 জন সদস্য

77 জন অনলাইনে রয়েছে
28 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. Dibbo_Nath

    230 পয়েন্ট

  2. giavangol2025

    120 পয়েন্ট

  3. hailmagic4

    100 পয়েন্ট

  4. joinzipper9

    100 পয়েন্ট

  5. dreamquill91

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর রক্ত #ask আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি মাথা স্বাস্থ্য প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে ডিম চাঁদ কেন বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা সাপ লাল আগুন মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মাছ মস্তিষ্ক মশা শব্দ ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাংলাদেশ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...