ইন্টারস্টেলার মুভিতে কেবল ৮-১০ মিনিটের সিনের জন্য পরিচালক ক্রিষ্টোফার নোলান ৫০০ একর জমিতে ভুট্টা চাষ করান, যা অনায়াসেই ভিএফএক্সের সাহায্যে করা যেতো। জ্যাক স্নাইডারের ম্যান অব স্টিল মুভির সিনে সুপারম্যানকে ভুট্টা ক্ষেতের উপর দিয়ে উড়ে যাওয়ার সীন দেখা যায়। পরিচালক সেই দৃশ্য ধারণ করতে ২০০ একর জমিতে ভুট্টা চাষ করেন। সেখান থেকে উজ্জীবিত হয়ে ইন্টারস্টেলারের জন্য একেবারে ৫০০ একর ভুট্টা ক্ষেত করার পরিকল্পনা নেন ক্রিষ্টোফার নোলান। তবে পরবর্তীতে সেই ভুট্টা বিক্রি করে নোলান সাহেব ভালোই লাভ করেন।