সর্বপ্রথমে উল্লেখ করা প্রয়োজন, টিকটিকির লেজ কেন সামান্য আঘাতেই বিচ্ছিন্ন হয়। এটি আসলে আত্মরক্ষার উপায়। নিজের লেজের উপর একটি টিকটিকির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে৷ প্রয়োজন অনুযায়ী এটি তার লেজ বিচ্ছিন্ন করতে পারে, আবার পুনরায় লেজ গজাতে সক্ষম৷ শিকারীকে আশপাশে দেখলে টিকটিকি তার লেজ নিচে ফেলে দেয়। ফলে শিকারীর দৃষ্টি আকৃষ্ট হয় লেজের দিকে, আর সে ফাঁকে টিকটিকি পালিয়ে যায়৷ এবার আপনার প্রশ্নের জবাব দেওয়া যাক:
বিচ্ছিন্ন হওয়ার পরও টিকটিকির লেজ চলমান পরিস্থিতিতে কী কী করণীয়, সে সম্পর্কিত বার্তা বৈদ্যুতিক সংকেত মারফত গোটা শরীরে পাঠানোর কাজ করে৷ কিন্তু তা-তো সম্ভব নয়, কারণ লেজ তখন দেহ থেকে আলাদা।৷ ফলে, এটি শুধু নড়তে থাকে৷