টিকটিকির লেজ খসে যাওয়ার পরেও নতুন করে গজানোর যে ঘটনা তাকে epimorphosis বলে। এটা একপ্রকার বৃদ্ধি, regeneration-এর একটি রূপভেদ। এক্ষেত্রে জীবদেহের কোনো বিশেষ অঙ্গের ক্ষতি হলে সেটি কোষবিভাজনের মাধ্যমে পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত স্থানের কলাকোষগুলিতেই এইপ্রকার বৃদ্ধি দেখা যায়, অন্যান্য স্থানে বা পুরো দেহ জুড়ে নয়। ( দেহের খন্ডপ্রাপ্ত অংশ থেকে পুরো দেহ তৈরি হওয়ার ঘটনাটি regeneration-এর আরেকটি রূপভেদ, সেই প্রক্রিয়ার নাম morphallaxis)।
Epimorphosis-এর সাধারণ ধাপগুলো হল :
প্রথমে আঘাতপ্রাপ্ত স্থানের উপর epidermis-এর আস্তরণ পড়ে। তারপর mesenchyme dedifferentiation প্রক্রিয়ায় একটি blastema-তে পরিণত হয় এবং একটি apical ectodermal cap তৈরি হয়, এবং অবশেষে সেখান থেকে পুনর্বিভেদনের মাধ্যমে সম্পূর্ন অঙ্গটি তৈরি হয়।