অসাধারণ প্রশ্ন। ফ্রিজ বা রেফ্রিজারেটরের দরজা খুলে রাখলে ঘর তো ঠান্ডা হয়ই না, বরং রুমের তাপমাত্রা বাড়ে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। খুব weird, তাই না? এখন এক্সপ্লেইন করি হাল্কা পাতলা। নর্মালি ফ্রিজ তার ভেতরে রাখা খাবারের তাপ শোষণ করে। এই তাপ হঠাৎ উধাও হয়ে যায় না। শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে সেটা পসিবল না। এই তাপ ফ্রিজের কনডেন্সিং পাইপে থাকা ফ্রেয়নকে উত্তপ্ত করে বাষ্পীভূত করে। সুপ্ততাপ কন্সেপ্টটার সাথে পরিচয় থাকলে বুঝতে সহজ হবে। যাই হোক, এই শক্তির রূপান্তর কিন্তু এমনি এমনি হয় না। ফ্রেয়ন লিকুইডটা ফ্রিজের উপর থেকে নিচে পাইপের মধ্য দিয়ে চলাফেরা করতে থাকে। এই চলাফেরার জন্য পাম্প এবং কম্প্রেসর দরকার, আর পাম্প চালানোর জন্য দরকার ইলেক্ট্রিসিটি। ফ্রিজের ভেতর থেকে শুষে নেয়া তাপ কিছুটা ফ্রেয়ন গ্রহণ করে, আর বাকিটা বাইরে ছেড়ে দেয়। ফ্রিজের গায়ে হাত দিয়ে দেখবেন বেশ গরম।
যদি ফ্রিজের দরজা খোলা রাখা হয়, তাহলে আপনার পুরো রুমটাই এখন ফ্রিজ। ফ্রেয়ন চাইবে আপনার রুম ঠান্ডা করতে। কিন্তু বিপত্তিটা এখানেই। সে তাপ শোষণ করছে ঠিকই - ফ্রিজের দেয়াল এর মাধ্যমে তাপ আবার ছেড়েও দিচ্ছে বাইরে। আর বিদ্যুতের মাধ্যমে যে শক্তি ফ্রিজ এ আসছে সেটাও আপনার রুমের তাপমাত্রা বাড়াচ্ছে। আল্টিমেটলি একটা তলাবিহীন ঝুড়ি সিস্টেম। ফ্রেয়ন আরো বেশি কাজ করতে চাচ্ছে। ইলেক্ট্রিসিটি বেশি নিচ্ছে। ফলাফল —রুমে আগে যা তাপশক্তি ছিল এখন তার চেয়ে আরো বাড়ছে। তাপমাত্রা আরো বাড়বে। ধরে নিলাম রুমটা বদ্ধ ছিল (জানালা দরজা বন্ধ ক্লোজড সিস্টেম)। যদি রুমের দরজা জানালা খুলে ফ্রিজের ডোর ওপেন করেন তাহলে ফলাফল একটু অন্যরকম হতে পারে। তখনো তাপমাত্রা বাড়বে কিন্তু কিছু কম, কারণ বাইরের বাতাস এসে কিছুটা কমিয়ে দেবে তাপমাত্রা ।
ফ্রিজের দরজা খুলে রাখলে রুমের তাপমাত্রা বাড়ে। প্লাস এটা ফ্রিজের জন্য ও অনেক ক্ষতিকর। কম্প্রেসর পাম্প ফ্রেয়ন কে রুম ঠান্ডা করার ক্যাপাবিলিটি দিয়ে বানানো হয়নি। ফ্রিজ খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে।