মোবাইল প্রচন্ড গরম হয়ে যাচ্ছে? তার জন্য আবার মোবাইল ফোনকে ফ্রিজে রাখছেন না তো?
প্রযুক্তি নির্ভর এই বিশ্বে মোবাইল ফোন আমাদের নিত্যপ্রয়োজনীয় একটি বস্তু। একে ছাড়া চলা যেন এক প্রকার কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। কিন্তু আমাদের এই নিত্যপ্রয়োজনীয় বস্তুটিকে প্রায় সময় গরম হয়ে যেতে দেখা যায় ।অনেকে মনে করেন, মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে হয়তো এমনটি হচ্ছে। আসলেই কি তাই? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ?
প্রথমেই চলুন জেনে নেওয়া যাক কী পরিমাণ ফোন গরম হওয়াটা স্বাভাবিক বলে বিবেচনা করা হয়?
সাধারণত অনেকেই মনে করেন যে, কম দামি ফোন হয়তো বেশি এবং তাড়াতাড়ি গরম হয়। আসলে কিন্তু তা সঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ °C পর্যন্ত গরম হতে পারে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফোনটি যদি স্ট্যান্ড বাই মোডেও ৩৫-৪৭°C পর্যন্ত গরম হয় তবে বুঝে নিবেন আপনার ফোনটিতে হয়তো কোনো সমস্যা আছে।
তারপর ব্যাটারির কারণেও কিন্তু ফোন গরম হতে পারে। জানেন কিভাবে?
মোবাইল কোম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করলেও, সেই তুলনায় ব্যাটারির প্রযুক্তির তেমন কোনো উন্নতি ঘটেনি। যার ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার ফলেও কিন্তু আপনার স্মার্টফোনটি গরম হয়। এছাড়াও ফোনের প্রসেসর এবং দুর্বল নেটওয়ার্কও ফোন গরমের জন্য দায়ী হয়ে থাকে। এখন এগুলোর সম্মুখীন হওয়ায় অনেকেই হয়তো তাদের ফোনটিকে গরম হলে ফ্রিজে রাখছেন ঠান্ডা করতে। কিন্তু এটি কি আসলেই যুক্তিযুক্ত?
ধরুন, আপনার ফোনটি যখন অতিরিক্ত গরম আছে, তখন আপনি এটিকে ফ্রিজে রাখলেন ঠান্ডা করতে। আপনার মনে হলো এটি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু লাভের বদলে উল্টো আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনার অতিরিক্ত গরম ফোনটি ওই ঠান্ডা আবহাওয়ায় গেলে তার স্ক্রিন ফেটে যেতে পারে। এরই সাথে ফ্রিজে জমে থাকা পানিবিন্দুগুলো ফোনের উপর এসে পড়বে, যার ফলে ফোনের প্রসেসরসহ অন্যান্য পার্টসেও সমস্যা দেখা দিতে পারে। এর ফলে আপনার ফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনাই তুলনামূলক বেশি।
তাই ফোনে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অভিজ্ঞদের পরামর্শ নিন এবং এসব ভুল করা থেকে বিরত থাকবেন।
লেখকঃ Nafisa Tasmiya