Arefin Badol : আপনি যদি অনেক সময় ধরে ফ্রিজ খুলে রাখেন রুম ঠান্ডা করার জন্য, তবে কাজের কাজ কিছুই হবে না। তাপগতিবিদ্যার Zeroth Law অনুযায়ী Thermal Equilibrium এ পৌছাবে। অর্থাৎ, যে পরিমাণ তাপ হ্রাস পাবে সে পরিমান তাপ উৎপাদিত হবে। যে কারনে দেখবেন ফ্রিজের পিছনে অনেক গরম হয় তাই এয়ারকন্ডিশনারের যে অংশে তাপ উৎপাদিত হয় তা ঘরের বাহিরে রাখা হয়। তবে আপনি ফ্রিজের ভিতরে ঢুকে থাকলে অন্য কথা।
এখন ফ্রিজের মেকানিজমটা এমন ভাবে তৈরী করা যে একটা নিদৃষ্ট তাপমাত্রায় পৌছানোর পর ফ্রিজ অটো অফ হয়ে হয়ে যায়। অর্থাৎ, থার্মোস্ট্যাট লাগানো থাকে এখন আপনি যদি দীর্ঘ সময় ফ্রিজ খুলে রাখেন তাহলে ফ্রিজ অনবরত চলতেই থাকবে এবং এতে কম্প্রেসার এর উপর অতিরিক্ত চাপ পড়বে এবং ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।