AS IF: Muscle memory/Reflexes
আপনার হাত আগুনের উপর রাখলে অথবা সামান্য তাপ পেলে দেখবেন auto দূরে সরে যাবে আপনার নিতে হবে না... এটাকে বলে muscle memory... (ঘুমের সময় আপনি খেয়াল করবেন মশা কামড়ালে auto আপনি ঘুরে যাবেন অথবা মশা মারার চেষ্টা করবেন সেটাও muscle memory)
গবাদিপশুর তেমনি মশা-মাছি তাড়ানোর জন্যে বিভিন্ন body parts এই muscle memory হিসেবে কাজ করে... এবং এই muscle memory যেহেতু মানুষ অথবা অন্যান্য প্রাণীর brain এর সাথে connected না সেহেতু মৃত্যুর অনেকসময় পর ও দেখা যায় যে এটা active থাকে এবং মাংশ নড়াচড়া করে... মর্গে কিংবা নানা-নানি অনেকের কাছে শুনবেন যে মৃতদেহ মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে উঠে উনারা এটাকে ভৌতিক বা অলৌকিক বলে চালিয়ে দিবে কিন্তু আসলে এটা just muscle memory...
(Muscle memory এর আরেকটা ছোট্ট উদাহরণ দিই...আপনি যদি একটানা ৬মাসের উপরে নিয়মিত typing করেন অথবা game খেলেন তবে keyboard এর কোথায় কোন word টি আছে সেটি যেমন আপনার আঙ্গুলের মুখস্ত হয়ে যায় তেমনি মশা মাছি তাড়ানোর কাজটি গবাদিপশু জন্মের পর থেকে করছে বিধায় সেই body part টিকে brain থেকে train করানো হয় তার purpose just মশা মাছি তাড়ানোর জন্যে নড়েচড়ে উঠা,এখানে যদিও keyboard এ typing টা far more complicated & এটা temporary কারন type ছাড়াও আঙ্গলের আরো হাজারটা কাজ করা লাগে সেক্ষেত্রে এখানে মস্তিষ্ক আঙ্গুলকে এই একনাত্র টাইপের কাজটা assign করিয়ে muscle memory বানিয়ে দেয় না... কিন্তু গবাদিপশুর মশামাছি তাড়ানো টা simple & চিরদিন লাগবে বিধায় brain সেই body parts কে muscle memory বানিয়ে নেয়)
উল্লেখ্য যে muscle memory কোষে জমা থাকে...এবং কোষের মৃত্যু একেক জীবের জন্যে একেক সময়ে হয়...যদি healthy জীব হয় তবে কোষ এর মৃত্যু দেরীতে হয়...
এটাকে reflexes ও বলা চলে।
(সংগ্রহীত)