বাদুড় আকাশে উড়া সত্ত্বেও বাদুড়কে পাখি বলা যায়না। বাদুড়ের পাখায় অন্যান্য পাখিদের মতো পালক নেই। বাদুড় স্তন্যপায়ী প্রাণী। এমনকি বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে সক্ষম। বাদুড়কে আমরা পাখি না বলে কেন স্তন্যপায়ী বলবো? কারণ বাদুড়ের কিছু বৈশিষ্ট্য। যেমন: পাখির দেহ পালকে আবৃত থাকে। কিন্তু বাদুড়ের দেহ পশুর মতো লোম দিয়ে আবৃত থাকে। পাখি ডিম দেয় এবং নিজ বাচ্চাদের খোঁজ করে আনা খাবার খাওয়ায়। অন্যদিকে বাদুড় বাচ্চা প্রসব করে এবং শিশুদের দুধ পান করায়। পাখির ঠোঁট থাকে, দাঁত থাকেনা। কিন্তু বাদুড়ের চোয়াল ও দাঁত থাকে। বাদুড় আর পাখির পাখার হাড় প্রায় একই ধরণের হলেও বাদুড়ের পাখার হাড় মানুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। বাদুড় পাখিদের তুলনায় বেশি দক্ষতার সাথে উড়তে পারে এবং উড়ার জন্য শক্তিও কম খরচ করে। তাই বাদুড় পাখি না হয়ে স্তন্যপায়ী প্রাণী।
- নিশাত তাসনিম