ঘুমের একটি বিশেষ পর্যায় হচ্ছে Rapid eye movement (REM) অর্থাৎ চোখের পাতা দ্রুত কাঁপা। এপর্যায়ে মস্তিষ্কের নিউরনের কার্যক্রম অনেকটা জাগ্রত অবস্থায় মস্তিষ্কের কার্যক্রমের অনুরুপ। এবং বেশিরভাগ স্বপ্নই একজন ঘুমন্ত মানুষ ঘুমের এই পর্যায়ে দেখে থাকে (যদিও সব নয়)।