আমাদের দেহের অভ্যন্তরে তাপমাত্রা সাধারণত বেশি থাকে।যখন মুখ হা করে ফু দেওয়া হয় ফুসফুস থেকে বাতাস সরাসরি হাতে আসে এবং মুখে কম চাপের সম্মুখীন হয়।কিন্তু যখন মুখ ছোট করা হয় তখন চাপ বেশি হয় তখন গরম ফু চাপে সংকুচিত হয়ে তাপমাত্রা কমে যায়।এখানে পদার্থবিজ্ঞানের সূত্র (PV=nRT) কাজ করে। এখানে P = চাপ।V= অায়তন n=মোল সংখ্যা।R=ধ্রুবক(8.314JK-1mol-1). T =তাপমাত্রা