না, এখানে চার্লসের সূত্র খাটেনা চার্লসের সূত্র শুধুমাত্র "আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাজ করে" বাস্তব গ্যাসের ক্ষেত্রে(CO2,O2 etc.) চার্লসের সূত্র প্রযোজ্য না। PV=nRT ও এখানে কাজ করে না একই কারণে। এবং এই প্রশ্নের সাথে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের কোন সম্পর্কই নেই।
আর কার্বন ডাই অক্সাইড "সাধারণ ভাবে একটু গরম" না বরং কার্বন-ডাই-অক্সাইড "নির্দিষ্ট অঞ্চলের ভিতরে" তাপ ধরে রাখতে ব্ল্যাঙ্কেট এর মত কাজ করে সে "নিজে একটু গরম না"।
যত জোরে ফু দেয়া হবে, তত সেটা ঘরের বাতাসকে সাথে টেনে নিয়ে যাবে। এবং জোরে ফু দেয়ার জন্য ঠোট ছোট করে দেয়া লাগে। মুখ বড় করে ফু দিলে দ্রুত ফু দেয়া যায় না, ফলে বাতাস ধীরে বের হয়, এবং সেটা রুমের বাতাস টেনে নিয়ে যেতে পারে না। (বুঝতে সমস্যা হলে চিত্র দেখো) আমাদের শরীরের তাপমাত্রা ~৩৭ সেলসিয়াস বা ~৯৮ ফারেনহাইট। খুব গরম না পড়লে রুমের তাপমাত্রা তার চাইতে কম থাকে। আর শীতকালে তো স্বাভাবিকভাবে আরো কম থাকে।
ধীরে, বড় হা করে দেয়াঃ তখন শরীরের তাপমাত্রার বাতাস বের হয় তাই সেটা গরম লাগে। (বামের ছবি)
ঠোঁট ছোট করে ফু দিলেঃ শরীরের তাপমাত্রার বাতাস বের, কিন্তু সাথে করে অপেক্ষাকৃত ঠান্ডা ঘরের বাতাস টেনে নিয়ে যায়, তাই ঠান্ডা লাগে। (ডানের ছবি)