আপনি যেমন খাবার মুখের ভেতর চিবিয়ে গলার মধ্য দিয়ে পাঠিয়ে দেন পেটের মধ্যে আবার হজম শেষে পায়ুপথে টয়লেটে গিয়ে মল অপসারণ করেন, ঠিক তেমনিভাবে বাদুড় মুখ দিয়ে খাবার গিলে আর পায়ুপথে মল অপসরণ করে।
এদের পৌষ্টিক নালি মুখ থেকে শুরু হয়ে পায়ু ছিদ্রে শেষ হয়। যেহেতু হাক্কা দেয়ার জন্য বাদুড়ের পায়ু ছিদ্র আছে তাহলে কেন সে মুখ দিয়ে মলত্যাগ করবে? আমরা এদের উল্টা হয়ে ঝুলে থাকতে দেখি তাই মাথায় এই ভাবনা স্থায়ী ভাবে গেঁথে গেছে যে এরা হয়তো উল্টো হয়ে ঝুলে মলত্যাগ করে।
আসলে এরা ঝুলে থাকার সময় কখনো মলত্যাগ করে না। মলত্যাগের সময় এরা উল্টো অবস্থান পরিবর্তন করে উড়ে উঠে তারপর মলত্যাগ করে আবার আগের অবস্থায় চলে আসে। মানে টয়লেটে যাওয়ার মত একটা অবস্থা।