না।
আমরা জানি, রক্তের গ্রুপ একটা মানুষের ইউনিক পরিচয় বহন করে। এটা এ, বি, এবি অথবা ও গ্রুপ হতে পারে। সাথে পজিটিভ অথবা নেগেটিভ। এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয় লোহিত কণিকায় Antigen এর উপস্থিতির উপর বেস করে। আর পজিটিভ, নেগেটিভ ধরা হয় Rh ফ্যাক্টরের উপর। সারা পৃথিবীর মানুষের গড়ে “O” গ্রুপের রক্ত শতকরা ৩৬ ভাগ, “A” গ্রুপের রক্ত ২৮ ভাগ এবং “B” গ্রুপের রক্ত ২০ ভাগ। যদিও দক্ষিন এশিয়ায় বি গ্রুপের আধিক্য লক্ষনীয় । তাইতো "গরুর রক্ত" বলে স্বীকৃত।এশিয়ার মানুষের পজিটিভ ব্লাড গ্রুপ বেশী, নেগেটিভ গ্রুপ খুবই কম- মাত্র ৫-৬%, কিন্তু ইউরোপ আমেরিকা তে নেগেটিভ ব্লাড গ্রুপ প্রায় ১৩-১৫%।অনেকের মনেই এই প্রশ্ন জাগে-"রক্তের গ্রুপ কি জীবনের কোনো এক সময়ে পরিবর্তন হয়ে যেতে পারে নাকি"? উত্তর হলো- "না"। কিন্তু এখনো এই না বলার মধ্যেও বিজ্ঞানীরা উপসংহার টানতে পারেন নাই। কারন অস্ট্রেলিয়া তে ১৯ বছরের এক মেয়ের রক্তের গ্রুপ পরিবর্তন হয়ে যায় "লিভার ট্রান্সপ্লান্টেশন" করার পরে। তা নিয়েই তোলপাড় সাড়া বিশ্ব। তবে ধারনাকরা হয়- প্রতি ৭০০ কোটি মানুষের মধ্যে ১ জনের মধ্যে এমন রক্তের গ্রুপ পরিবর্তনের ঘটনা ঘটতে পারে।সম্প্রতি বিজ্ঞানীরা গবেষনা করে বের করেছেন – কিছু Cancer অথবা autoimmune ডিজেজে রক্তের গ্রুপ বদলে যেতে পারে। যদিও এই কথার বিরুদ্ধেও বলেন অনেকে। কিন্তু লিউকেমিয়া অথবা লিম্ফোমা তে বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর রক্তের গ্রুপ পরিবর্তন হতে পারে যদি এ/বি/এবি ব্লাড গ্রুপ recipient এবং যদি “ও” গ্রুপের মানুষ donor হয়।আর যাই হোক আমরা ধরে নেই "পরিবর্তন হয় না"। হলেও সেটা আমরা বাদের তালিকায় রাখি। যদি কখনো কারো এমন পরিবর্তন হয় –তাহলে ধরে নিতে হবে যে =কোনো বার রক্ত পরীক্ষার সময় ভুল ছিলো। এই জন্য কমপক্ষে ৩ বার রিভিউ Test করতে হবে।