ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার :
১. ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টিবডি
◉ Anti-A
◉ Anti-B
◉ Anti-D
২. জিবানু মুক্ত একটা সুচ
৩. একটা কাচের স্লাইড
৪. তুলা
৫. জীবাণুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তা হাতের যে কোন একটা আঙুল ভালো করে জিবানু মুক্ত করে নিবেন তার পরে সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোচা দিয় কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেষনা অনুযায়ী দুরত্ব রেখে। তারপরে প্রথম ফোটায় এন্টি A, ২য় ফোটায় এন্টি B, ৩য় ফোটায় এন্টি D দিয়ে ভাল করে সুচ এর গোড়া দিয়ে মেশাবেন। খেয়াল রাখবেন রক্ত এবং এন্টিবডি মেশানোর সময় একটা যেন অন্য টার সাথে না মিশে।
ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম :
১. যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।
২. যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।
৩. যদি Anti- A Anti-B দুইটা ই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।
৪. যদি Anti-A ও Anti-B একটা ও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।
positive আর negative নির্বাচন :
Anti-D :: যদি ফেটে জায় তাহলে রক্ত + (positive)
Anti-D :: যদি না ফাটে তাহলে রক্ত - (negative)
(সংগৃহীত)