হ্যা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করলে, রক্তের DNA তে ভালই পরিবর্তন আসে। যখন কোন ক্যান্সারের কারণে, নিজের দেহের বোন ম্যারো ক্ষতিগ্রস্থ হয়, তখন অন্য ডোনার এর বোন ম্যারো সেখানে প্রতিস্থাপন করা হয়ে থাকে। স্বভাবতই, প্রতিস্থাপিত বোন ম্যারো তে থাকা স্টেম সেল এ ডোনারের DNA থাকবে। ফলে যে রক্ত এর উপাদান তৈরি হবে, সেটাতেও এমন DNA বৈষম্য দেখা যাবে।
দেখা গেছে, প্রতিস্থাপিত হবার পর, রিসিভারের ব্লাডে থাকা WBC, ডোনারের DNA নিয়ে ঘুরে বেড়ায়। এমনকি রক্তের বাকি উপাদানগুলোতেও নতুন DNA এর সন্ধান পাওয়া যায়। এই টার্ম কে বলে জেনেটিক্যালি কাইমেরিক।