অনলাইন গেইম!! অনেকের কাছে নেশা, অনেকের কাছে বিনোদনের খোরাক মাত্র। অনলাইন গেইমের যেমন উপকারি দিক রয়েছে, তেমন অপকারী দিক ও রয়েছে। এই ঘরবন্দি সময়ে একাকিত্ব ঘিরে ধরেছে প্রত্যেককে, একাকিত্ব দূর করার জন্য আজকালকার সন্তানেরা বেছে নিয়েছে গেইম! গবেষণা বলে গেইম আমাদের সৃজনশীলতা আর স্থিতিশীলতা বৃদ্ধি করে। দৈহিক কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি প্রখর ও হয় গেইমের মাধ্যমে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই গেইমেরও ক্ষতিকর দিক থাকা স্বাভাবিক। অতিরিক্ত অনলাইন গেমের ফলে মানুষ সামাজিক দিক থেকে ঘরকুনো হয়ে পড়ে, সামাজিক দক্ষতা কমে যায়। অনলাইন গেইম যখন ঘণ্টার পর ঘণ্টা খেলা হিয় তখন তা অবশ্যই উদ্বেগের কারণ, এতে করে পড়ালেখায় সময় কম হয়, মনোযোগ নষ্ট হয়। প্রোডাক্টিভ কাজের জন্য সময় কম হয়৷ তাই সকলকে গেইম খেলার সময় আসক্তি যেন না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে।
ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি