চুমু খেলে আমাদের শরীর থেকে ডোপামিন হরমোন নিসৃত হয়। হেরোইন এবং কোকেইন দ্বারা আমাদের মস্তিষ্কের যে অঞ্চল সক্রিয় হয়, এই ডোপামিন এর নিঃসরন অই একই অঞ্চলকে উদ্দীপিত করতে পারে। ফলস্বরূপ, আমরা উচ্ছ্বাস আনন্দ এবং আসক্তিপূর্ণ অনুভূতি অনুভব করি। অক্সিটোসিন(ডোপামিন) 'লাভ হরমোন' নামে পরিচিত, এটি স্নেহ এবং প্রিয় মানুষের প্রতি আকর্ষনের অনুভূতি বাড়ায় । ফলে আমাদের দুঃখ কিংবা কষ্ট হতাশা কাটাতে এটি দারুনভাবে সাহায্য করে। তাই চুমু খেলে অবশ্যই হতাশা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।