আমারা জানি তাপমাত্রা কমে গেলে বায়বীয় পদার্থ সংকুচিত হতে থাক। বায়ুতে থাকা জলীয়বাষ্প শিশিরাংকের তাপমাত্রায় পৌছিলে তা সংকুচিত হয়ে শিশির বিন্দুতে অর্থ্যাৎ ছোট ছোট জল বিন্দুতে পরিনত হয়।
গ্লাসের ভেতরের তাপমাত্রা বাহিরের তাপমাত্রা থেকে কম হওয়ার কারণে গ্লাসের পার্শ্বদেশে বায়ুর জলীয় বাষ্প এসে সংকুচিত হয়ে শিশিরে পরিনত হয়ে ঘামতে থাক। ফলে গ্লাসটি ভেজা দেখা যায়।