বৃষ্টি অভিকর্ষ বলের প্রভাবে উল্লম্ব ভাবে নীচের দিকে পড়ছে। বৃষ্টির নিম্নমুখী বেগ = u⃗
গাড়ির অনুভূমিক বেগ= v⃗
এখন যদি গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ = w⃗ হয় , তাহলে
w⃗ =v⃗ −u⃗
অর্থাৎ বৃষ্টির ফোঁটা নিজের বেগ এবং গাড়ির বেগের দিক বরাবর একটি লব্ধি আপেক্ষিক বেগ (resultant velocity) অর্জন করে। এবং সেই পথ বরাবর উল্লম্বের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে পড়তে থাকে। তা ওই নির্দিষ্ট কোণে হেলে সরাসরি আপনার গাড়ির কাচের ওপর পড়ে এবং কাচ ভেজায়। এখন , বৃষ্টি পড়ার সময় আপনি যদি দৌড় দেন তবে দেখবেন আপনার শুধু সামনের অংশেই বৃষ্টি পড়ছে । তেমনটিই ঘটে গাড়ির ক্ষেত্রেও ।গাড়ির সামনের অংশ এবং গাড়ির ছাদ মাটির সমান্তরাল । কিন্তু গাড়ির পেছনের অংশ খাড়াভাবে ঢালু । যেহেতু গাড়ির গতি সামনের দিকে , তাই বৃষ্টির পানি গাড়ির সামনে ও উপরে পড়ে কিন্তু পেছনে পড়েনা । বৃষ্টির পানি পেছনের অংশে পড়ার আগেই গাড়ি সামনে চলে যায় এবং পানি নিচের রাস্তায় পড়ে । আর গাড়ির সামনের বৃষ্টি এসে পড়ে গাড়ির ছাদে, যেহেতু গাড়িটি চলন্ত অবস্থায় আছে । গাড়ির পেছনের কাচ যে একদম ভিজেনা তা নয়, কিছু পানি গড়িয়ে পেছনের কাচও ভিজায় মাঝেমধ্যে।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি