Taimur Rahman Tamim-
পৃষ্ঠটানের জন্য স্বল্প আয়তনের তরল পদার্থ সর্বদা গোলকের আকৃতি গ্রহণ করার চেষ্টা করে। তরলের মুক্ততল স্থিতিস্থাপক পর্দার ন্যায় কাজ করে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংকুচিত হয়ে থাকতে চায়।science bee এজন্য তরল পদার্থ গোলকের আকৃতি নেয় কারন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়ে থাকে। যেমন বৃষ্টির ফোঁটা, শিশির বিন্দু ইত্যাদি।
বিষয়টা পারদের ক্ষেত্রে বেশি উপলব্ধি করা যায়। কোনো পৃষ্ঠে পারদ রাখলে পারদ গোলকের আকৃতি নেয়, ধীরে ধীরে পারদের পরিমাণ বৃদ্ধি করলেও পারদ তার গোলকের আকৃতি ত্যাগ করে না যেমনটা পানি বা অন্যান্য তরল করে থাকে। science bee কারন পারদ একমাত্র ধাতু যেটা প্রকৃতিতে তরল রূপে পাওয়া যায়। তাই অন্যান্য তরলের চেয়ে এর ঘনত্ব অনেক বেশি হয়ে থাকে। তাই পারদের পৃষ্ঠটানও বেশি বলে গোলক আকৃতি ধরে রাখার প্রবণতা বেশি। কিন্তু এক্ষেত্রে সামান্য পরিমাণে পানি কঠিন পৃষ্ঠে রাখলে প্রথমে কিছুটা গোলকের আকৃতি দেখা গেলেও, পরবর্তীতে পানির পরিমাণ বৃদ্ধি করলে পানি পৃষ্ঠে ছড়িয়ে যায়। science bee
পৃষ্ঠটানের জন্যই আমরা তরল পদার্থের সুন্দর জ্যামিতিক আকৃতি ( গোলক ) দেখতে পাই।