বৃষ্টির ফোঁটা পড়ার সময় মাধ্যাকর্ষণ বলের কারণে এর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় । তবে বৃষ্টির ফোঁটা পড়ার সময় এর উপর শুধুমাত্র মাধ্যাকর্ষণ বল কাজ করে না এর সাথে সাথে বাতাসের ঘর্ষণ বলও কাজ করে ।
স্থির অবস্থা থেকে বৃষ্টির ফোঁটার বেগ মাধ্যাকর্ষণ বলের কারণে আস্তে আস্তে বাড়তে থাকে । বেগ বাড়ার সাথে সাথে বাতাসের ঘর্ষণ বলও সমানুপাতিকভাবে বাড়তে থাকে । একসময় বাতাসের ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বলের মান সমান হয়ে যায় । এই দুটি বল পরস্পর বিপরীতমুখী ও সমান হওয়ার ফলে বৃষ্টির ফোঁটার উপর আলাদাভাবে কোন বল কাজ করে না । ফলে এটি সমবেগে চলতে থাকে ।
সাধারণত বৃষ্টির ফোঁটার সর্বোচ্চ বেগ সেকেণ্ডে ১০ মিটার । তবে বৃষ্টির ফোঁটার ব্যাস যত বৃদ্ধি পাবে তত এর সর্বোচ্চ বেগ বৃদ্ধি পাবে ।
rakib