কোনো মৌলের সর্ববহিস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ করে না তাকে মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল (l.p.) বলে।যেমন: অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস : O(8)=1s^2 2s^2 2px^2 2py^1 2pz^1. এখানে শেষ কক্ষপথে 2s উপশক্তিস্তরে এবং 2px অরবিটালে ইলেকট্রন যুগ্ম অবস্থায় রয়েছে তাই এরা বন্ধনে অংশগ্রহণ করবে না।যেহেতু অক্সিজেনের শেষ কক্ষপথের ২ জোড় ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে না তাই তার মুক্তজোড় ইলেকট্রন ২ টি।
কোনো মৌলের সর্ববহিস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে তাকে বন্ধন জোড় (b.p.) ইলেকট্রন বলে। যেহেতু অক্সিজেনের শেষ কক্ষপথের 2py, 2pz অরবিটালের ইলেকট্রন অযুগ্ম তাই তারা বন্ধনে অংশগ্রহণ করবে। এই ২ টি ইলেকট্রন অন্য ২ টি ইলেকট্রন এর সাথে শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে ২ টি যুগ্ম ইলেকট্রন এ পরিণত হবে তাই অক্সিজেনের বন্ধন জোড় ইলেকট্রন ২ টি।