YouTube এসইও করার পক্রিয়া হলো –
- চ্যানেলের আকর্ষণীয় নাম, লগো ও ডিসক্রিপশন নির্বাচন করতে হবে।
- চ্যানেলের শর্ট ও প্রাসঙ্গিক URL দিতে হবে। মনে রাখতে হবে অন্তন ১০০ জন সাবস্ক্রাইবার ও চ্যানেলের বয়স ৩০ দিন না হলে URL চেঞ্জ করা যায় না।
- চ্যানেলের কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে। সাধারণত যে সব কি-ওয়ার্ড দ্বারা আপনার চ্যানেলকে সার্চ করা হয়। সেক্ষত্রে ইউটিউবের সাজেস্টেড কি-ওয়ার্ডগুলো বেছে নিতে পারেন। কি-ওয়ার্ডগুলো অবশ্যই ট্যাগে ব্যবহার করতে হবে।
- ভিডিও হতে হবে প্রাসঙ্গিক ও গ্রাহকদের আকৃষ্ট করতে পারে এমন।
- নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ও গ্রাহকদের চাহিদা বুঝতে হবে।
- বিভিন্ন Social Media (ফেসবুক, টুইটার, লিংকডইন ইত্যাদি) সাইটে আপনার চ্যানেল বা ভিডিওর মার্কেটিং করতে হবে। Quora এবং Ask Yahoo এই দুটি সাইটেও প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওর মার্কেটিং করতে পারেন। তাছাড়াও পার্সোনাল ব্লগ বা বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও পাবলিশ করে ভিওয়ার বাড়াতে পারেন।
- শাহরিয়ার হাসান