পেশির বিরতিহীন সংকোচন যুক্ত বৈশিষ্ট্যকে পেশিটান বলে। অ্যাকটিন ও মায়ােসিস এ দুধরনের প্রােটিন থাকে বলে পেশি টান ঘটতে পারে। এসব প্রােটিন পেশিকোষের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। সংশ্লিষ্ট পেশির প্রতিটি কোষ মস্তিষ্ক থেকে সংকোচনের সংকেত পেলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনাগুলােকে সমন্বিত করে 'টান' দেওয়ার কাজটি সম্পন্ন করে। হাড়কে আগের অবস্থানে ফিরিয়ে নিতে বিপরীতধর্মী পেশিও সম্মিলিতভাবে একই কাজ করে অর্থাৎ টেনে সােজা করে দেয়। একারণেই পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না।