আমাদের ত্বকের স্পর্শকাতর রিসেপ্তর (receptor) যখন স্নায়ু জাল দিয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত মারফত বার্তা পাঠায়, তখন। সুতরাং "কতক্ষণ পর বুঝতে পারবে" তা জানতে হলে বৈদ্যুতিক সংকেতের গতি ও মস্তিষ্ক থেকে আঘাতপ্রাপ্ত মাংসপেশীর দূরত্ব দিয়ে অঙ্ক কষতে হবে। বৈদ্যুতিক সংকেতের গতি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, তা হলো ১২০ মি/সে (৪৩২ কিমি/ঘণ্টা বা ২৭৫ মাইল/ঘণ্টা).