মানুষ বা অন্যান্য জীবের মধ্যে Albinism নামের একটি ঘটনা দেখা যায় যেটা Melanin নামক পিগমেন্ট এর কারণে হয়। গাছের মধ্যেও একই ব্যাপার লক্ষ্য করা যায় যখন তাতে Chlorophyll থাকেনা। এইরকম গাছগুলোকে Albino tree বলা হয়। বীজের মধ্যে জমা করা যেই শক্তি এবং নিউট্রিশন থাকে তার সাহায্যেই এরা বড়ো হয় এবং পরবর্তীকালে সূর্যরশ্মির সাহায্যে photosynthesis করতে না পারার কারণে খুব বেশিদিন এরা বাঁচেনা। যেইসব গাছ পুরোপুরি albino নয় অর্থাৎ কিছু কিছু পাতায় chlorophyll থাকে সেই গাছগুলি তুলনামূলক ভাবে বেশিদিন বাঁচে।
-Ayan datta