যদি আপনার হরমোন ইমব্যালান্স হয় তা সামান্য অথবা বেশী তখন শরীরে তা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। ঘুম না হওয়া,ওজন বেড়ে যাওয়া,বুক ধরপড় করা ইত্যাদি আরো বিভিন্ন অসুখ শরীরকে চেপে ধরে তখন ডাক্তার আপনাকে নির্দিষ্ট হরমোন বা হরমোন প্রোফাইল করতে দেন। এটি খুবই খুবই সেনসিটিভ টেস্ট।
যেভাবে হরমোন টেস্ট করা হয়ঃ
মূলত সেমি অটোমিক এবং অটোমিক দ্বারা এই টেস্ট করা হয়। সঠিক রিপোর্ট পাওয়ার জন্য ৪ টি ফ্যাক্ট আছে, আর তা হলো -
১. টাইমিং
২. স্যাম্পলিং
৩.পেশেন্ট প্রিপারেশন
৪. পিপেটিং
আমাদের দেশে এই টেস্টের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে বলা হয় না। এই সমস্যায় যে যে টেস্টগুলো করানো হয় -
১. TSH
২. T3
৩. T4
৪. LH
৫. FSH
৬. FT4
৭. FT3
ক্রেডিট : নাফিসা তাসমিয়া