ফ্রিজ কিভাবে কাজ করে ? রেফ্রিজারেশন প্রক্রিয়ায় ইভাপোরেটর, কম্প্রেসার, কনডেন্সার এবং এক্সপ্যানশন ভাল্ভগুলো তামা বা ইস্পাত দিয়ে তৈরি টিউবের সাথে সংযুক্ত থাকে। আর ইভাপোরেটর টিউবগুলো ফ্রিজের সব জায়গাতেই লাগানো থাকে। যখন তাপ শোষিত হয়, তখন তরল রেফ্রিজারেন্ট তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয়।
ধন্যবাদ।