Wi-Fi এর পূর্নরূপ হচ্ছে Wireless Fidelity। বৈদ্যুতিক যন্ত্রগুলোকে সংযুক্ত করার জন্য একটি জনপ্রিয় তারবিহীন মাধ্যম হচ্ছে ওয়াই ফাই। এর ব্যাপ্তি একটি কক্ষ, ভবন কিংবা কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাধারণত ইনডোরের ক্ষেত্রে এ দূরত্ব ৩২ মিটার এবং আউটডোরের ক্ষেত্রে ৯৫ মিটার পর্যন্ত হতে পারে।
ওয়াই – ফাই সক্রিয় যেকোন ডিভাইস যেমন: মোবাইল ফোন, কম্পিউটার, ক্যামেরা, ভিডিও গেইম কনসোল, ডিজিটাল অডিও প্লেয়ার প্রভৃতি ওয়াই ফাই এর মাধ্যমে সংযুক্ত হতে পারে।