Wi-MAX এর পূর্নরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access.
এই প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা দেয়া যায়, বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট সেবা দেয়া যায়। তোমরা সবাই নিশ্চয় বাংলালায়ন ওয়াই ম্যাক্স এর নাম শুনে থাকবে। এখানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
একটি ওয়াই ম্যাক্সের প্রধান দুটি অংশ থাকে। একটি হচ্ছে বেস স্টেশন আর অন্যটি হচ্ছে রিসিভার। ওয়াই ম্যাক্সের রিসিভার সাধারণত কোন কম্পিউটার বা ল্যাপটপে যুক্ত থাকে। বেস স্টেশন সাধারণত ১০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত ইন্টারনেট এক্সেস সুবিধা দিয়ে থাকে।