১৪ দিন প্রায়
অন্য নাম:- লুটিয়াল বা মাসিক পূর্ব বা প্রজেস্টেরনিক পর্ব
এই পর্ব শুরু হয় ওভুলেশনের (Ovulation) পর থেকে। ডিম্বথলি থেকে ডিম্বাণু ছাড়া পাবার প্রক্রিয়াই হলো ওভুলেশন (ডিম্বাশয় থেকে সেকেন্ডারি উওসাইট নির্গমন হওয়াকে ওভুলেশন বলে)। সিকরেটরি পর্বে জরায়ুর এন্ডোমেট্রিয়াম সর্বোচ্চ পুরু হয় প্রজেস্টেরন হরমোনের প্রভাবে। বাড়তি এন্ডোমেট্রিয়ামে রক্তবাহিকা তৈরি হয় পুষ্টি পৌঁছানোর জন্য। রক্তবাহিকাগুলো প্যাঁচানো এনগ কুন্ডলীত অবস্থায় বাড়তে থাকে। এছাড়াও প্রজেস্টেরনের প্রভাবে জরায়ুর গ্রন্থিগুলো ফোলা ফোলা হয় নিঃসরণকারী পদার্থ বেড়ে যাওয়ার জন্য। এখন ডিম্বাণু এসে শুক্রাণুর জন্য অপেক্ষা করতে থাকে।