৩-৪ দিন
অপেক্ষারত ডিম্বাণু যেই না দেখবে তার নায়ক শুক্রাণু আসেনি সাথে সাথে তার মাথা গরম হয়ে যাবে। সে তার আশেপাশের সবকিছুকে ভেঙ্গে তছনছ করে দিবে। এন্ডোমেট্রিয়াম ভাঙ্গতে শুরু করবে এবং সাথে সাথে সেখানে থাকা রক্তবাহিকাও ছিড়ে যাবে। একারণে এ সময় যোনীপথে রক্তমিশ্রিত রস ক্ষরণ হয়। এতে রক্তের সাথে জরায়ুর অভ্যন্তরীণ অস্থায়ী স্তরের খসে পড়া কোষ কলা এবং কিছু কিছু গ্রন্থির রস মিশ্রিত থাকে। মূলত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন না থাকার ফলেই এই পর্বে রক্তপাত হয়।