প্রত্যেকটি মৌচাকে কমপক্ষে ২০,০০০-৮০,০০০ বন্ধ্যা স্ত্রী মৌমাছি থাকে যাদেরকে কর্মী মৌমাছি বলা হয়। কর্মী মৌমাছিদের কাজ মূলত মৌচাককে পরিষ্কার রাখা, অন্য কলোনির মৌমাছিদের আক্রমণ থেকে রক্ষা করা, শাবকদের লালন-পালন, এবং রাণীর সেবা করা ইত্যাদি। কর্মী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সেগুলো মৌচাকে জমা করে রাখে।