একটি মৌচাকে একমাত্র উর্বর এবং প্রজননক্ষম সদস্য হলো রাণী মৌমাছি। এই রাণী মৌমাছিই নির্ধারণ করে ডিম ফুটে বের হওয়া উত্তরসূরী কোন গোত্রের সদস্য হবে। এক্ষেত্রে ছোট আকারের ডিম গুলোকে সিমেন লাগিয়ে নিষিক্ত করে নেয় যা থেকে পরবর্তীতে কর্মী মৌমাছি জন্মায় এবং বড় আকারের ডিম থাকে অনিষিক্ত এবং এরা বড় হয় ড্রোন বা পুরুষ মৌমাছি হিসেবে। রাণী মৌমাছির কাজ মূলত ডিম পাড়া এবং ড্রোন মৌমাছির সাথে সঙ্গমে লিপ্ত হওয়া পর্যন্ত।