সালোকসংশ্লেষণের জন্য যে শুধু ক্লোরোফিল কাজ করে, তা না। ক্যারোটিন নামক আরেক ধরণের রঙিন যৌগ আছে। এই যৌগ সূর্যের আলো থেকে কেবল লাল রঙের আলো ছেড়ে দেয়, বাকী সব রঙের আলো শোষণ করে বলে লাল রঙের হয়। যে সব গাছের পাতা লাল রঙের হয়, তাদের ক্যারোটিনের পরিমাণ বেশী থাকে।
