গাছের পাতা যে সবুজ রঙের হয়, এই ক্লোরোফিলের জন্যই। ক্লোরোফিল সবুজ রঙের হয়, কারণ এরা শুধু সবুজ রঙ এর আলো ছেড়ে দিয়ে সুর্যের আলোর বাকী ৬ রঙই শোষণ করে। ক্লোরোফিল দুই ধরণের হয়। একটিকে বলা হয় ক্লোরোফিল-এ অন্যটিকে বলে ক্লোরোফিল-বি। এদের আনবিক গঠনে কিছু ভিন্নতা আছে। ক্লোরোফিল- এ কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যে ক্লোরোফিল-এ ৬৭৩ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে ch- a 673 বলে। আর ক্লোরোফিল-এ ৬৮৩ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে ch- a 683 বলে। এরা ছাড়াও আরো কয়েক ধরণের ক্লোরোফিল রয়েছে। এদের মধ্যে এক ধরণ ৭০০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে P700 বলে। অন্য আরেক ধরনের ক্লোরোফিল ৬৮০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে P680 বলে।